Thursday, October 2, 2025
spot_img
HomeScrollছাব্বিশের প্রাক্কালে কালনা থেকে উদ্ধার ছটি তরতাজা বোমা
Kalna Incident

ছাব্বিশের প্রাক্কালে কালনা থেকে উদ্ধার ছটি তরতাজা বোমা

কালনায় মাজার সংলগ্ন এলাকা থেকে ছ’টি বোমা উদ্ধার

কালনা: ২০২৬ সালের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) প্রাক্কালে কালনা (Kalna) থানার অন্তর্গত মেদগাছি আব্দুল কাদের জিলানী পীর মাজার সংলগ্ন এলাকা থেকে ছ’টি তরতাজা বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল বুধবার (District News)।

আরও পড়ুন: সাঁকরাইলে ভুয়ো কাগজ দেখিয়ে ৪০০ একর জমি হাতানোর অভিযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে হলুদ রঙের একটি পলিথিনে বোমার মতো কিছু দেখতে পান বাসিন্দারা। খবর দেওয়া হয় কালনা থানায়। দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। পরে দুপুরে পৌঁছয় সিআইডি বোম স্কোয়াড। তারা উদ্ধার হওয়া ছ’টি বোমা নিষ্ক্রিয় করে।

ঘটনাস্থলে পরিদর্শনে আসেন কালনার এসডিপিও রাখেশ চৌধুরী। পুলিশের তরফে জানানো হয়েছে, কীভাবে ওই এলাকায় বোমাগুলি এল এবং এর পেছনে কার উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Read More

Latest News